সাংবাদিক ও এডভোকেট মুহাম্মদ তাজ উদ্দিনের আম্মা মোসাঃ খায়রুন্নেসা ২১ জুলাই মঙ্গলবার রাত পৌনে বারোটায় বার্ধক্যজনিত কারণে সিলেট নগরীর মুমিনখলাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। মরহুমের নামাজে জানাযা আজ বুধবার যোহরের নামাজের পর বেলা ২টায় মুমিনখলাস্থ নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯০ বছর। তিনি ২ ছেলে ও ৬ মেয়েসহ অসংখ্য্ গুনগ্রাহী আত্বীয় স্বজন রেখে যান।