বাংলা সাহিত্যের আধুনিক কবিতার অন্যতম প্রধান জনক ‘গণমানুষের কবি’ দিলওয়ার-এর বিগত শতাব্দির ষাটের দশকে লেখা বিখ্যাত কবিতা ‘কীনব্রিজে সূর্যোদয়’।
সনেটটি আজও বহু কবি ও লেখককে আলোড়িত ও প্রভাবিত করে যাচ্ছে। ফলে অনেকেই ‘কীনব্রিজ’ নিয়ে পদ্য ও গদ্য লিখেছেন এবং লিখে চলেছেন। আমিও সে দলে অন্তর্ভুক্ত। বর্তমান গ্রন্থ ‘কীনব্রিজটি ধ্বসে পড়ার মুহূর্তে’ সেই রকম প্রভাব থেকেই রচিত।
প্রকাশক মোহাম্মদ নওয়াব আলীকে গ্রন্থটি প্রকাশের জন্য ধন্যবাদ জানাচ্ছি। গ্রন্থটি কবিতা পাঠকদের কাছে ভালো লাগলে শ্রম সার্থক হবে আশা করছি।
কামরান ইবনে দিলওয়ার