তারুণ্যে।। আতাউর রহমান আফ্তাব

‘তারুণ্যে’ আমার একটি আধুনিক কাব্যগ্রন্থ। মোট ৫৬টি কবিতা নিয়ে সাজানো হয়েছে এ গ্রন্থ। ২০১৯ খ্রিস্টাব্দের লেখা কবিতাগুলোই এ বইতে স্থান লাভ করেছে।
এটি আমার ১০ম গ্রন্থ। কয়েকটি লিমেরিক ও দুটি সনেটসহ বিচিত্র চেতনার প্রতিফলন সন্নিবেশিত হয়েছে ‘তারুণ্যে’।
আজ পৃথিবীটা যেন মানুষের হাতের মুঠোয়। নতুন সভ্যতার স্পর্শ, বিজ্ঞানের জয়যাত্রা, ইন্টারনেট ভুবনের আলো, রোমাঞ্চ ইত্যাদির বিমূর্ত প্রতিফলন ঘটেছে।
তরুণ প্রকাশক মোহাম্মদ নওয়াব আলী এবারও আমার বই প্রকাশে সাহসিকতা দেখানোর জন্য ধন্যবাদ।
‘তারুণ্যে’ সর্বমহলে সমাদৃত হবে এ প্রত্যাশা করি।

আতাউর রহমান আফ্তাব

Developed by: