ভ্রমণ মানেই ভালোবাসা। বেড়াতে ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। ভ্রমণ মানুষের এক সহজাত নেশা। এই নেশার টানে মানুষ ঘর ছেড়ে ঘুরে বেড়ায় পাহাড় থেকে বনে, বনভূমি থেকে সমুদ্র তীরে, উত্তরমেরু থেকে দক্ষিণমেরু, নায়েগ্রা জলপ্রপাত থেকে এভারেস্ট শৃঙ্গ পর্যন্ত।
নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। বাংলাদেশকে বলা হয় প্রাকৃতিক সৌন্দর্যের দেশ। কারণ বাংলাদেশে রয়েছে প্রাকৃতিক নৈসর্গিক দৃশ্য, বিশ্বের দীর্ঘতম সমূদ্র সৈকত, বনভূমি, ষড়ঋতুর বৈচিত্র, সবুজ বনানী ঘেরা পার্বত্যভূমি, ঐতিহাসিক নিদর্শন। এসব নিদর্শনগুলির আকর্ষণে যুগে যুগে দেশি-বিদেশি পর্যটকদের মধ্যে এসেছিলেন ইতিহাসবিদ ও পর্যটক ইবনে বতুতা, ইবনে খালদুন, হিউয়েন সাং ও ভাস্কো দা গামা। তাদের লেখনীতে আরও বিস্তৃত হয়েছে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা। ভ্রমণের উলে−খযোগ্যতার দিক থেকে বিচার করলে বাংলাদেশে বেড়ানোর জায়গা প্রচুর। পর্যটন শিল্পের জন্য বাংলাদেশ একটি আদর্শ স্থান হিসেবে বিবেচিত। সুতরাং বিশ্বের অন্য দেশ ভ্রমণের পূর্বে বাঙালি জাতি হিসেবে আমাদের উচিত নিজেদের দেশের ভ্রমণস্পটগুলো দেখা এবং জানা।
জ্যোতিষ মজুমদার