রোদের জখম ।। এম মোসাইদ খান

রোদের জখম

একটি মানুষ আঁতুড়ঘরের দিকে তাকিয়ে থাকে
নষ্ট সময় তাকে ফেলে দিল,
ফেলে দিল দূরে অনেক দূরে
নষ্ট পৃথিবীর কষ্টের ডাস্টবিনে।
সময়ের হাতে সোনার কাঁকন পরানো হলো না আর
বাঁধা গেল না সাদা চোখে রঙিন ফিতা।
জন্মের আয়নায় চোখ গুঁজে রেখেছিল একটি প্রাণ
নাকাল সময় থ্যাঁতলে দিল তারে
স্বর্গীয় ফুলের সেবা হলো যে আর ভাড়া করা জীবনে
বাকি রয়ে গেল, ক্ষয়ে গেল সব
ফুরিয়ে গেলো সকল আয়োজন
আজ শুধুই কলমের কালিতে জ্বলে তার দুই চোখ।

Developed by: