সিলেটে ঈদ জামাতের সময়সূচি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সিলেটের বিভিন্ন মসজিদে সরকারি নির্দেশনায় এবং স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে এবং স্বাস্থ্যবিধি রক্ষায় অনেক মসজিদে একাধিক জামাত অনুষ্ঠিত হবে। নিজের এবং মুসল্লিদের সুবিধার জন্য প্রত্যেকে মসজিদে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে নির্দেশনা মোতাবেক মসজিদে ঈদ জামাতে অংশ নিতে মসজিদ কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
সিলেট নগরীর হযরত শাহজালাল (রহ:) দরগাহ মসজিদে ঈদের একটি জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়। বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। বন্দরবাজারের ঐতিহ্যবাহী কুদরত উল্লাহ জামে মসজিদে এবারের ঈদুল আজহার ৩টি জামাত হবে। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টা এবং সাড়ে ৯টায় এই জামাত অনুষ্ঠিত হবে। বন্দরবাজার কালেক্টরেট জামে মসজিদে ঈদের ৪টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায় অনুষ্ঠিত হবে। পরবর্তী জামাত সকাল ৮টা, ৯টা এবং ১০টায় অনুষ্ঠিত হবে। জিন্দাবাজার বায়তুল আমান জামে মসজিদে পবিত্র ঈদুল আযহার নামাজ সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। নবাবী জামে মসজিদে ঈদের জামাত সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। ভার্থখলা জামে মসজিদের ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাত ৮টায় ও দ্বিতীয় জামাত ৮.৪৫মিনিটের সময়। কামালবাজারস্থ গুপ্তরগাঁও জামে মসজিদের ঈদের জামাত ৮.৩০ মিনিটের অনুষ্ঠিত হবে। জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা ফুরকান উদ্দিন।

Developed by: