দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বকস্ পাঠাগারের উদ্যোগে গত ২ আগস্ট রবিবার বিকালে এক ঈদপুর্নমিলনী আড্ডার আয়োজন করা হয়।
পাঠাগার পরিচালনা কমিটির সভাপতি গীতিকার মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও দপ্তর সম্পাদক মারুফ আহমদের সঞ্চালনায় আড্ডায় অংশ নেন মখতার মিয়া, সাব্বির আহমদ সোনা, শাহানারা আক্তার, রহমত আলী খোকন, সুনু মিয়া, আবুল হোসেন, মকসুদ আহমদ বাসিত, সুমা বেগম, শাহেনা বেগম, সাবিহা আফরিন তাহমিনা, শিব্বির আহমদ, সানজিদা শারমিন লাকী, বিলকিস বেগম, হালিমা বেগম, ফাহিমা আক্তার, সাদিয়া বেগম, আবু হাছনাত নয়ন, আফছার আহমদ, নাবিদ হাসান, জাকির হোসেন, তাসনিম বিনতে নওয়াব, নাফিস ইকবাল প্রমুখ।