আমি তরুণ প্রজন্মের প্রার্থী: হাবিবুর রহমান হাবিব

সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি বলেছেন, সিলেট-৩ আসনের উপনির্বাচনে শেখ হাসিনার মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে নির্বাচিত করতে যুবলীগের প্রত্যেক নেতা-কর্মীকে কাজ করতে হবে। যুবলীগ নেতা-কর্মীরা প্রত্যেক ভোটারের বাড়ি বাড়ি গিয়ে ভোট সংগ্রহ ও নির্বাচনের দিন ভোটারদের ভোটকেন্দ্রে নিয়ে আসতে হবে। তবেই নৌকার বিজয় নিশ্চিত হবে।

তিনি রবিবার দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের বিশেষ বর্ধিত সভায় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

বিশেষ বর্ধিত সভায় আওয়ামীলীগের মনোনিত প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেছেন, আমি তরুণ প্রজন্মের প্রার্থী, আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবেই আমাকে মনোনিত করেছেন। সুতরাং তরুণ ও যুব সমাজের প্রার্থীকে বিজয়ী করতে যুবলীগের নেতাকর্মীদের এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে সিলেট জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমদ বলেন- ২৮ জুলাই সিলেট-৩ আসনের উপনির্বাচনে নৌকার প্রার্থী হাবিবুর রহমান হাবিবকে বিজয়ী করতে যুবলীগের নেতাকর্মীদের জোড়ালো ভূমিকা রাখতে হবে।

দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সভাপতি নুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশিক আলীর পরিচালনায় বিশেষ বর্ধিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্তিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এড. ছালেহ আহমদ হীরা, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রইছ আলী, উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মতিউর রহমান মতি, সদস্য বদরুল ইসলাম জাহাঙ্গীর, যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আসম মিসবাহ, সেলিম আহমদ সেলিম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এড.শামীম আহমদ, আওয়ামীলীগ নেতা কফিল আহমদ চৌধুরী, এম শামীম আহমদ, মুজিবুর রহমান, সদরুল ইসলাম, জেলা যুবলীগ নেতা আনোয়ার আলী ,খালেদ আহমদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান সামস উদ্দিন সামস, সাজলু লস্কর প্রমুখ।

এছাড়াও সিলেট জেলা, দক্ষিণ সুরমা উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বিশেষ বর্ধিত সভায় ১০ টি ইউনিয়ন কমিটির বর্ধিত সভা ও প্রত্যেক সেন্টারে ১ টি করে সেন্টার কমিটি করার সিদ্ধান্ত গৃহিত হয়।

Developed by: