খেলাফত মজলিস সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা শাখার পুনর্গঠন সম্পন্ন হয়েছে। রোববার (২৭ জুন) দুপুর ২টায় দক্ষিণ সুরমায় অনুষ্ঠিত বার্ষিক মজলিসে শুরার অধিবেশনে থানা শাখার পুনর্গঠন কার্যক্রম সম্পন্ন করা হয়।
শাখা সহসভাপতি মাওলানা আব্দুল আজিজ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সাজুর পরিচালনায় অনুষ্ঠিত শুরার অধিবেশনে ২০২১-২২ সেশনের জন্য শাখার পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান।
নির্বাচিত দায়িত্বশীলগণ হলেন, সভাপতি- হাফিজ মাওলানা আলাউদ্দিন, সহসভাপতি- মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা ফয়েজ আহমদ, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, মোঃ আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক- মাওলানা শামসুজ্জামান সাজু, সহসাধারণ সম্পাদক- মাওলানা কাওছার আহমদ, মাওলানা ফয়জুল্লাহ মায়মুন, বায়তুলমাল সম্পাদক- হাফিজ গোলাম মোস্তাফা, সমাজকল্যাণ সম্পাদক- মাওলানা জাকির হোসাইন আলমপুরী, সদস্য- মাওলানা ছালিম আহমদ, মাওলানা জাকারিয়া আহমদ, ফারুক আহমদ, জামিল আহমদ।
নবনির্বাচিত সভাপতি হাফিজ মাওলানা আলাউদ্দিন এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শামসুজ্জামান সাজুর পরিচালনায় সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি অধ্যাপক মুহাম্মদ বজলুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম হাসান, সহসাধারণ সম্পাদক মাওলানা ইমদাদুল হক নোমানী, অফিস ও প্রচার সম্পাদক মাওলানা কাওছার আহমদ চৌধুরী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন থানা শাখার সহসভাপতি মাওলানা আব্দুল আজিজ, মাওলানা নাজিম উদ্দিন, মাওলানা আব্দুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক মাওলানা কাওছার আহমদ, মাওলানা ফয়জুল্লাহ মায়মুন ও মাওলানা ছালিম আহমদ প্রমুখ।