করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে আজ সোমবার (২৮ জুন) থেকে ‘সীমিত’ ও আগামী বৃহস্পতিবার (১ জুলাই) থেকে সারা দেশে ‘কঠোর’ লকডাউন জারি করা হয়েছে। এ সময় জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।
এ অবস্থায় সিলেট-৩ আসনের উপ-নির্বাচনের প্রার্থীেদের পক্ষে ১ থেকে ৭ জুলাই পর্যন্ত গণজমায়েত করে কোনো ধরনের প্রচার-প্রচারণা চালানো বা নির্বাচনি অনুষ্ঠানের আয়োজন করা যাবে না।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মোহা. ইসরাইল হোসেন।