দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে জনাব মো. ছাদ্দক আলী আজ (২৫ জুলাই) বিকাল ৪.৪০ মি সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ আজ রাত ১০ ঘটিকার সময় গুপ্তরগাঁও কেন্দ্রিয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে। উল্লেখ মরহুম ছাদ্দক আলী মরহুম ওয়াছিব উল্লাহ মড়লের ভাতিজা ছিলেন। তিনি খুবই সহজ সরল অমায়িক ও মার্জিত মানুষ ছিলেন। তার পরিবারের পক্ষ থেকে মরহুমের জন্য দোয়ার আবেদন করা হয়েছে।