সাংবাদিক আবুল হোসেনের মাতৃবিয়োগ

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল হোসেনের মা শাবাবি বেগম (৯০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

সোমবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৪টার দিকে ইসলামপুর গ্রামের নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার স্বামী মৃত রুপা মিয়া।

এশার নামাজের পর টুকেরবাজার স্কুল মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক আবিদুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম।

Developed by: