সিলেট-৩ আসনের উপ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী মোহাম্মদ আতিকুর রহমান আতিক বলেছেন, আমার নির্বাচনী প্রতিটি এলাকায় গণসংযোগ ও পথসভায় ভোটারদের স্বত:স্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে লাঙ্গল প্রতীকের বিজয় সুনিশ্চিত।
তিনি বলেন, আমি নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তারা আমাকে আশ্বস্ত করেছেন আগামী ২৮ জুলাইর নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। কেউ এ নির্বাচনে কারচুপি করতে পারবে না। কোনো অনিয়মের সুযোগ থাকবে না।
সোমবার বালাগঞ্জের পূর্ব পৈলনপুর ইউনিয়নের বোয়ালজুর ও বালাগঞ্জ বাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এ সময় কেন্দ্রীয় জাপা সদস্য মুজিবুর রহমান মুজিব, সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব মঈন, সাবেক সাংগঠনিক সম্পাদক বাছির আহমদ, সাবেক দফতর সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা যুব সংহতির সভাপতি মর্তুজা আহমদ চৌধুরীসহ জাপা ও অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।