চল আমরা জানালায় একটু আকাশ দেখি
অহংকার স্ত‚পে স্তূপে জমাট বেঁধেছে
অভিমানি ঠোঁটের থরথরানি বেড়েছে
বহুগুণ সরলরেখা ওগো,
তোমাকে চিনতে করিনি ভুল
হাতের মুটোয় কত না স্বস্তি জমা একবারই
হাতে হাত রেখেছি।
ভ্রুলেখায় নাসিকা ডুবায়ে আত্তরের
গন্ধ নেয়া মনে আছে খুব
এসো স্বপ্ন দেখি, তোমার স্বপ্নের হাসিটা দেখি,
রাতকে আপন করে কোয়াশার তুষার ভেঙে
প্রজাপতি হব আমরা বসব গিয়ে
জোনাকি শাখায়
ঐ গলিপথ সবখানে তোমাকে খুঁজেছি
আর দেখি না কোথাও
শুধু তুমি সখী
এই পথে এসেছিলে একবার!