সকালবেলা ঘুমটা ভাঙে দোয়েল পাখির শিষে,
বাতাসেতে দোয়েলের শিষ থাকে যেন মিশে।
এই কারণে ভোরের হাওয়ায় মনটা যায় তো ভিজে,
ভোরের হাওয়ায় মন ভেজাতে ভালো লাগে কী যে!
রোজ সকালে দোয়েল পাখি ডুমুরগাছের ডালে,
শিষ দেয় পাখি, হেলেদুলে নাচে ছন্দতালে।
মিষ্টি-মধুর সুর শুনিতে ভালো লাগে আহা!
পাখির প্রতি আকাশ সমান আমার বুকের মায়া।
নিজকে ভাবি স্বার্থক জন্মে দোয়েলেরই দেশে,
সাদা-কালো দোয়েল পাখি যাবো ভালোবেসে।