বরষার ফুল তোর এলো চুল বারবার অধমের হৃদয়ে আকুল!
ভাবি যদি ভুল তুই তুলতুল আবেগের হিসাবেই টেনে দিবি মূল।
বরষার ফুল তোর কানে দুল নেচে যায় বাতাসেই কূল বা অকূল!
বরষার ফুল অভিজাত কুল ভালোবেসে যায় শুধু প্রেমিক বাবুল।
Developed by: