আফিয়া বেগম শিরি ।। ক্ষমা চাই

চারিদিকে মৃত্যুর মিছিল বাড়ছে হাহাকার
আর কত দেখব মালিক শক্তি দাও সহিবার
পৃথিবী জুড়ে মহামারির এমন কঠিন রোগে
তোমার বান্দারা পেরেশান হয়ে কাঁদছে যে শোকে
ভেঙে যাচ্ছে মনোবল বাড়ছে শুধু যন্ত্রনা
যে হারিয়েছে সে জানে স্বজন হারানোর যাতনা
গোনাতে ডুবিয়া আছি প্রভু করে দাও মাফ
নীরব থেকে দেখিও না তোমার বান্দার বিলাপ
সৃষ্টির সেরা মখলুকাত নাম দিয়েছ তুমি
বিপদ কালে তরাইয়া নাও ওগো অন্তর্যামী
মানব কুল সৃষ্টি করে পাঠিয়েছ ধরায়
নিদান কালে রহম করো তোমার বন্ধুর উছিলায়
হাত তুলে কাঁদি মোরা নিশি দিবা রাত
ফিরাইয়া দিও না মাবুদ না মোদের দুটি হাত
তুমি যদি ফিরাও মুখ যাওয়ার জায়গা নাই
উদ্ধারিয়া নেও দয়াল ওগো জগত সাঁই
রোগ ব্যাধি জীবন যাত্রা দাও স্বাভাবিক করে
করোনামুক্ত পৃথিবী আবার আসুক ফিরে।

Developed by: