আবদুল মুমিন মামুন ।। আঙ্গুল

সেদিন ঘুমন্ত চোখে নির্জনতায়
মুঠোফোনের নির্জিব নোটিফিকেশনে
চোখমেলেই দেখি নতুনের আহবান-
আলোতে ভরে ওঠে চোখ;
সে যেন এক স্বপ্নছোঁয়া-
স্পর্শে বিভূর কান্ত দু’চোখ।

মনের জানালা খোলেছে দেখে বাহিরে তাকাই
সাধের নীলাকাশ সেদিন জেনো মেলেছে ডানা-
কত বসন্তে ফুটেনি ফুল
কলমিলতায় জড়িয়ে থাকা শিরিষের ডাল
আমাকে অপ্লুত করে-
নীলের ক্যানভাসে চোখ-
ধাঁধানো তার সবুজ আঙিনা।

এভাবেই চলছি পথে-রাগ-
অভিমানের দোলাচলে
সান্ত¦নার অভয়বাণী যদি বা কখনো
মুঠোফোনে আসে ভেসে-
আমিও তখন ওই আকাশের নীল দিগন্তে
আগন্তুকের কোমল আঙ্গুল সন্ধানে
হাসিমুখেই হারিয়ে যাব একান্তে।

Developed by: