আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্হা স্হিতিশীল

আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্হা স্হিতিশীল,পত্রিকা ও বই পড়তে না পেরে ক্ষুব্ধ তিনি করোনাক্রান্ত হয়ে ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ চিকিৎসাধীন বাংলদেশ সরকারের সাবেক অর্থমন্ত্রী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আবুল মাল আবদুল মুহিতের শারীরিক অবস্হা স্হিতিশীল রয়েছে। গত বধবার (২৯ জুলাই) তাকে ওই হাসপাতালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ভর্তি করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় সাবেক এ অর্থমন্ত্রীর চিকিৎসার বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করছেন। শুক্রবার তাঁর ছোট ভাই সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড,এ কে আব্দুল মোমেন এমপি এ এম এ মুহিতের সঙ্গে সাক্ষাত করতে চাইলে হাসপতালে বর্তমানে করোনা রোগীর সংখ্যা বেশি থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সেখানে যেতে বাঁধা দেন, পরে তারা ভিডিও কনফারেন্সের মাধ্যেমে দুই ভাইয়ের মধ্যে কথা বলার সু্যোগ করে দেন। এতে করে পররাষ্ট্রমন্ত্রী ড, মোমেন বড় সাবেক অর্থমন্ত্রী আবুল মুহিত এর সঙ্গে কিছুক্ষণ কথা বলেন। এতে এ এম এ মুহিত তাঁর শারীরিক অবস্হা বলার সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ মনে হাসপাতাল তাঁর দুটি অভিযোগের কথা জানান ছোট ভাই মোমেনকে। এরমধ্যে একটি হচ্ছে হাসপাতালে আসার পর তিনি কোন পত্রিকা পাচ্ছেন না আর অন্য অন্যটি হচ্ছে হাসপাতালে তাঁর সঙ্গে কোন বই নেই, তাই হাসপাতালে তাঁর সময় পার করতে খুবই কষ্ট হচ্ছে। এ এম এ মুহিতের এ অভিযোগ শুনে ড, মোমেন বড় ভাইকে আশ্বস্ত করে বলেন শিগগিরই সেটা ব্যাবস্হা করে দেওয়া হবে। শনিবার (৩১জুলাই) বিকেলে এমনটি জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড, এ কে আব্দুল মোমেন, তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আলাপ করে আবুল মাল আবদুল মুহিতের চাহিদামতে শনিবার সকালে হাসপাতলে বড় ভাই মুহিতের জন্য ৪টি জাতীয় পত্রিকা ও ৪টি বই পাঠিয়েছেন, এতে তিনি মহা খুশি। তিনি বলেন, এভাবে তিনি যতদিন হাসপাতালে থাকবেন ততোদিন দৈনিক পত্রিকাগুলো তাঁর জন্য হাসপাতালে পাঠানো হবে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, হাসপাতালে গিয়েও পড়া লেখার প্রতি এ এম এ মুহিতের আত্মার যে টান রয়েছে সেটা একটি বিরল দৃষ্টান্ত। তিনি সকলের কাছে তাঁর সুস্হতার জন্য দোওয়া কামনা করেন।

Developed by: