শ্রীমঙ্গলে জাতীয় শোক দিবস উপলক্ষে অক্সিজেন সিলিন্ডার, হুইলচেয়ার, খাদ্যদ্রব্যসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার সকালে মিশন রোডস্থ আব্দুস শহীদ এমপির বাসার সামনে থেকে এসব সামগ্রী বিতরণ করা হয়।
শ্রীমঙ্গল-কমলগঞ্জ আসনের সংসদ সদস্য অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপির জ্যৈষ্ঠ কন্যা শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক উম্মে ফারজানা এসব সামগ্রী বিতরণ করেন।
এ সময় ১৬ জন প্রতিবন্ধীকে হুইল চেয়ার, শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬০ হাজার লিটার অক্সিজেন, ১শ’ লিটার দুধ, ১শ’ পিছ আপেল, ২টি হুইল চেয়ার, ২শ’ মাস্ক, শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবারে নগদ ৩০ হাজার টাকা, ৬০ লিটার দুধ, ১শ’ মাস্ক, ১শ’ পিছ আপেল এবং বালিশিরা মেডিকেল ডিপার্টমেন্ট হাসপাতালে ১শ’ লিটার দুধ, ১টি হুইল চেয়ার, ১শ’ মাস্ক বিতরণ করা হয়।
আব্দুস শহীদ এমপি খাদ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এ সময় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, ফিনলে চা কোম্পানির সিওও তাহসিন এ চৌধুরী, শ্রীমঙ্গল থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভূল, সাধারণ সম্পাদক শহীদ হোসেন ইকবালসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়া কমলগঞ্জ উপজেলার বিভিন্ন সংস্থায় স্বাস্থ্য উপকরণ ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।