আশ্রয় দেয়নি তাজিকিস্তান যুক্তরাষ্ট্রের পথে আশরাফ

তালেবানের ক্ষমতা দখলের পর দেশ ত্যাগ করা প্রেসিডেন্ট আশরাফ ঘানিকে আশ্রয় দেয়নি তাজিকিস্তান। পরে তিনি ওমানে যান এবং সেখান থেকে যুক্তরাষ্ট্রের পথে রওনা হয়েছেন বলে খবর পাওয়া যাচ্ছে। যদিও এসব খবরের সত্যতা নিশ্চিত করা যায়নি।

গোপনে দেশ ছাড়ার পর প্রেসিডেন্ট ঘানি বলেছেন, রক্তপাত এড়াতেই তিনি এভাবে দেশ ছেড়েছেন। জানা গেছে, তিনি তাজিকিস্তানে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তাজিকিস্তানে তার বিমানকে অবতরণ করার অনুমতি দেওয়া হয়নি। সেখান থেকে তিনি ওমান যান। পরে ওমান থেকে যুক্তরাষ্ট্রের পথে রওনা দেন।

রাশিয়ার বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, রবিবার দেশ ছাড়ার সময় আশরাফ ঘানি চারটি গাড়ি এবং একটি হেলিকপ্টারে নগদ অর্থ ভরে নিয়ে গেছেন। তবে এগুলো পূর্ণ হয়ে যাওয়ায় কিছু অর্থ তাকে ফেলে যেতে হয়েছে। কাবুলে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশচেনকোর বরাত দিয়ে আরআইএ এই তথ্য জানিয়েছে।

নিকিতা ইশচেনকো জানিয়েছেন, তিনি তার প্রত্যক্ষদর্শী এক সূত্রের মাধ্যমে এই তথ্য জানতে পেরেছেন।

Developed by: