
মাঠ ঘাট বিল ঝিল
শামুকের সাদা ডিম
মনে হয় সাদা ঢিল।
খাবারের খোঁজে ওড়ে
একদল কইতর
ধান ক্ষেতে ছোটো মাছ
ছুটে চলে দিনভর।
পাতা সব ছাতা করে
বসে আছে পাখি সব
ঘোলা জলে ব্যাঙ দলে
জুড়িয়াছে কলরব।
লুকিয়েছে রবি মামা
তিন দিন হলো আজ
পথ ঘাট কাদাময়
করবে কে তার কাজ?