এম আর মনজু ।। ছড়ার ছড়া

বাবার ক্ষেতে ছড়া ছিল
ধানের
ছড়াগুলো ছিল অনেক
মানের,
বাবা মরার পরে-
ধান আসে না ঘরে,
ধানের জমি বিক্রি করে
ভাইয়া কিনেন হোন্ডা-
সাজেন নতুন গুন্ডা।
মায়ের আঁচল ভরা ছিল
চাবি-
এটা এখন দাবি করেন-
আমার বড়ো ভাবী।
মায়ের হাতে লাগানো পান-
ছড়া
ধরতে গেলে ভাবীর যে হয়
চক্ষু ছানাবড়া।
অবশেষে এখন কি আর
করা?
চাষী হয়ে বেচি কলার
ছড়া।

Developed by: