রিলিফের টাকা খায়
ওরা বুঝি নেতা
লম্বা লম্বা ভাষণ দিয়ে
ঘুরে বেড়ায় যেথা সেথা।
কেউ-বা চেয়ারম্যান, কেউ-বা মেম্বার
কেউ-বা আবার সংসদে যায়
লম্বা লম্বা বুলি ওরা
সংসদে গিয়ে উড়ায়।
আসলে ওরা সবাই স্বার্থপর
ভন্ড নেতার দল
খুঁজে বেড়ায় সারাক্ষণ
কেমনে করবে ছল।
মুখোশ পড়ে ওরা থাকে
ঝুপ বুঝে কুপ মারে
এমনি করে ওরা তাদের
আখের গোজার করে।