বাহিরের আবরণে কারুকাজ মাখা
আচরণে চাই তার ভালো ভাব রাখা?
ব্যবহারে বংশের পরিচয় এলে-
ভালোটাই যেন-এর প্রতিপদে মেলে?
তেলে-বেগুনেই যদি জ্বলে ওঠে কেউ
থাকে না তো সেখানেই নমনীয় ঢেউ?
আছড়িয়ে পড়ে দেখি কারও আচরণে
ফুটে ওঠে চেহারায় যা ছিল তা মনে?
মনে পুষে থাকা ক্ষোভ মুছে ফেলে তাই-
মিলেমিশে থাকতেই সমঝোতা চাই?
করোনায় এমনিতে দূরে দূরে সব
হারিয়েই গেছে যেন খুশি কলোরব?
কে যে বাঁচি কতদিন? জানা নেই জানি,
তবু কেনো বিভেদের দেয়ালটা টানি?
করোনার কাছে তবে শিক্ষাটা নিতে-
বিবেকের কাছে চাই তাই বলে দিতে?