দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে শোক দিবসের আলোচনা ও লেখাপাঠ অনুষ্ঠিত

সর্বকালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দক্ষিণ সুরমা সাহিত্য পরিষদের উদ্যোগে আলোচনা সভা ও লেখা পাঠের আসর ২৮ আগস্ট শনিবার বিকেলে স্টেশন রোডস্থ বাসিয়া প্রকাশনীতে অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি গীতিকার ও গবেষক মোহাম্মদ নওয়াব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কবি এম আলী হোসাইনের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তারা বলেন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, বাংলাদেশ একই সুত্রে গাঁথা। একটা থেকে অন্যকে বিচ্ছিন্ন করা যায় না। সদ্য স্বাধীন বাংলাদেশ যখন বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা হতে যাচ্ছিল ঠিক তখনই এদেশের বিশ্বাসঘাতকরা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে দেশকে পাকিস্তান তৈরির নীল নকশা শুরু করে। কিন্তু তাদের এ স্বপ্ন বাস্তবায়ন হয়নি। বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী জননেত্রী শেখ হাসিনা সব ষড়যন্ত্র ধূলিসাৎ করে আজ বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়নের দোড়গোড়ায় পৌছে গেছেন। সম্মিলিতভাবেই সোনার বাংলা গড়ায় এগিয়ে আসার দিন এসেছে আজ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জয় বাংলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সভাপতি বিশিষ্ট ছড়াকার অজিত রায় ভজন, মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার মো. খালেদ মিয়া, চিত্রশিল্পী ও ছড়াকার বাইস কাদির, কলামিস্ট এডভোকেট আব্দুল মালিক, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেখক শাহ মো. ইমাদ উদ্দিন নাসিরী।
আলোচনা ও লেখা পাঠে অংশ নেন গীতিকবি হরিপদ চন্দ, কবি কামাল আহমদ, কবি মুহাম্মদ নুরুল ইসলাম ও আবু সুফিয়ান চৌধুরী প্রমুখ।

Developed by: