মহানগর যুবলীগের ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে সাড়া দিয়ে অক্সিজেন সংকটে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে ফ্রি অক্সিজেন সেবার ব্যবস্থা করা হয়েছে। গতকাল রোববার বেলা একটায় নগরীর চৌহাট্টা পয়েন্টে ফ্রি অক্সিজেন সেবার উদ্বোধন করা হয়। এসময় সিলেট মহানগর যুবলীগের নেতৃবৃন্দ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মহানগর যুবলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।

সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় বলেন, সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণের হার বেড়েছে। একজন মুমূর্ষু করোনা রোগীর সবচেয়ে বেশি প্রয়োজন হয় অক্সিজেনের। কিন্তু হঠাৎ করে অক্সিজেন পাওয়া যায় না। এ অবস্থায় মুমূর্ষু রোগীকে হাসপাতালে নেয়ার আগ পর্যন্ত অক্সিজেনের প্রাথমিক সুবিধা দিতে সিলেট মহানগর যুবলীগের এই মানবিক মহতি কার্যক্রম শুরু করা হয়েছে যা অত্যন্ত প্রশংসনীয়। তিনি যুবলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, সবাই মাস্ক পরুন এবং সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলুন। তিনি সবাইকে সময়মতো টিকা নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে সিলেট জেলা পুলিশ সুপার ফরিদ উদ্দিন পিপিএম বলেন, শোকের মাস আগস্টে সিলেট মহানগর যুবলীগ ফ্রি অক্সিজেন সেবা চালু করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তাদের বিভিন্ন মানবিক কার্যক্রম যুবসমাজকে ভালো কাজে উৎসাহিত করবে। এদিকে, করোনা রোগীদের অক্সিজেন প্রয়োজন হলে মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি (০১৭১১-৪৬৮৪৫৩) ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার (০১৭১১-৯৭৫২৯৭) এর সাথে যোগাযোগ করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি

Developed by: