মো. খালেদ মিয়া ।। বঙ্গবন্ধু

বাংলাদেশে জন্ম তাই আমিও গর্বিতবোধ করি
সুজলা-সুফলা এই সবুজ-শ্যামল পুণ্যভ‚মি
নদী-নালা, খাল-বিল আঁকাবাঁকা মেঠোপথ ধরি
বাঙালির আশীর্বাদ বঙ্গবন্ধু এসেছিলে তুমি।
তুমি এসেছিলে বলে আমরা স্বাধীন জাতি আজ
মুক্তির মিছিলে যাও জীবনের ঝুঁকি হাতে নিয়ে
স্বাধীনতা প্রিয় শব্দ স্বজাতির হাতে তুলে দিয়ে
অগণিত বাঙালির প্রাণের স্পন্দন বঙ্গরাজ।
বঙ্গবন্ধু শব্দ থেকে অবশেষে জাতির জনক
তোমাকে স্বজনভাবে মেঘনা পদ্মার নীল ঢেউ
আকাশের তারা সাক্ষী সমকক্ষ নয় অন্য কেউ
তুমি ছাড়া কে নড়ায় সেই ইয়াহিয়ার টনক।
পরিশেষে নতশিরে হানাদার প্রাণ ভিক্ষা চায়
জনকের দুঃসাহসে সন্তানেরা স্বাধীনতা পায়।

Developed by: