এই ¯িœগ্ধ স্বর্ণালি সন্ধ্যায়
মনে পড়ে প্রিয়তমা হে তোমায়;
তোমারও কি মনে পড়ে এই আমায়
জানতে যে আজ মন শুধু চায়।
একা একা সৈকতে বসে তাই
ভাবনার জোয়ারেতে ভেসে যাই;
লাল-নীল স্বপনে যে বিভোর
মন আমার ছুটে যায় বহুদূর।
মন আজ মানে না যে বারণ
দিক-বিদিক ছুটে ক্ষণে অকারণ;
কি যে করি ভেবে নাহি কিছু পাই
মন বলে তোমাকেই কাছে চাই।
প্রেম-ডোরে বাঁধা এই দুটি মন
অনুভবে মিশে আছে সারাক্ষণ;
কি-যে মধুর ভালোবাসা বাসি
ভেবে বসে একা একা হাসি।
জোছনা-মাখা রাতের ওই আঁধারে
চোখ জুড়ায় খেলা দেখে তারাদের;
ভাবনাগুলো ছুড়ে দেই নীলিমায়
ছবি হয়ে থাক্ ওই সীমানায়।