শাহীন ইবনে দিলওয়ার ।। না ছুঁয়েও ভালোবাসা হয়
বাসিয়া ২৪ ডট কম । প্রকাশিত: August 6, 2021
না ছুঁয়েও ভালোবাসা হয়
আত্মার স্পর্শ পেলে
স্পর্শকাতর হয় না প্রেমিক।
স্পর্শ দেবে না সুখ যেখানে
ভিন্ন চাহিদা মূখ্য
আদিকাল থেকে আত্মায় কাতর মানুষ
মৃত্যুহীন আত্মায় চিরায়ত সে
প্রখর সূর্যের তেজে দীপ্তিমান
বিরহে ভ্রষ্ট নয় সেই প্রেমিক।
শরীর দেবে দীর্ঘশ্বাস অতৃপ্তি
একঘেয়েমির বিবমিষা
আত্মাকে মেলালে শারীরিক পূর্ণতা
দেখোনি কত সুদর্শন সুদর্শনা
বিচ্ছিন্ন হয়ে গেছে হতভাগা শরীর নিয়ে?
দোলে না সবুজ পাতা বাতাসের ভালোবাসা ছাড়া
প্রেমিক সমীরণের প্রণয়ে পল্লব ছন্দময়
অন্যথায় মুখ গুমড়ে বসে থাকা গুমোটের পরিপার্শ্ব।
অন্তর না মিলিয়ে কাউকে কাছে ডেকো না।