হিমাংশু রায় হিমেল ।। বসতবাটি

তুমি যদি রাজহংসী হও
আমি হব গাংচিল
আমার ডানার রক্ত
ঝরে পড়বে পৃথিবীর মানচিত্রে।
ফোটা ফোটা বৃষ্টিতে ফোটা ফোটা বৃষ্টিতে
রক্তবিন্দুগুলো পড়ে
বাংলার সমস্ত শ্যামলিমা করে দিবে লাল
বেদনার কবিতা হবে
ধানক্ষেত মাঠ।
তোমাকে পাবার কোনো আশা নেই
দেখাও হয় না কালে ভদ্রে
তব্ওু কাতর এ হৃদয়
তোমার স্পর্শের বৃষ্টি।
সুখের নদীর উৎস খুঁজতে গিয়ে দেখি
খেয়া পারাপার বন্ধ।
সমুদ্রতটে বসে তখন
বিছাই শীতল পাটি।
তোমার ছবি মনে ভেসে
রৌদ্রছায়ায় হাটি।
তবুও- তোমার ঘাড়ে চিবুক রেখে
সূর্যাস্ত দেখি।
বিকেলের লাল আভায়
আবীর রাঙাই তোমার মুখে।
বুকের কাছে নেই তুমি
তবুও গড়ি তোমার বুকে
শান্তির বসতবাটি।

Developed by: