পাতিকাক এক, হেঁটে গেল একদিন এই করিডোরে,
পাতিকাক নয়, কষ্টের ডানা মেঘবালা হাঁটে
নষ্টের এই পাঁজরে।
পাঁজরের মেঘ, বৃষ্টির জলধারা হও এই মৃত উঠোনে,
গোলাপ হও হে অন্তর্বাস মেঘ, ফণিমনসার বাগানে।
সাম্প্রায়োগিক রমণে শুদ্ধ হও ক্রন্দসী পুরুষ তুমি,
বৃষ্টির জলে ভিজে যাক মৃন্ময়নারী অনূঢ়া ভূমি।
গঙ্গার ¯্রােতে ভেসে যায় লাশ, মৃত ঈশ্বর
নষ্টের পাতিকাক,
পাঁজরে-শ্মশানে পুড়ে যায় চিতা, নিঃসঙ্গ একা
এক মৈনাক ডাক।