হবিগঞ্জের চুনারুঘাট থানার একটি ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আশিকুর রহমান (৪৫) গ্রেপ্তার হয়েছেন। দীর্ঘ ১৯ বছর পর চট্রগ্রামের সীতাকুণ্ড থেকে তিনি গ্রেপ্তার হন। বুধবার মধ্যরাতে সীতাকুণ্ডের বাংলাদেশ মিলিটারি একাডেমির ১ নম্বর গেটের সামনে থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব।

বৃহস্পতিবার র‌্যাব-৯-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চুনারুঘাটের কেউন্দা গ্রামের আবদুল মান্নানের ছেলে আশিক ১৯৯৯ সালের একটি ধর্ষণ মামলার আসামি। ওই মামলায় ২০০২ সালে তার যাবজ্জীবন সাজা ও অর্থদণ্ড হয়। এর পর থেকে তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেপ্তার করে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।