২০ আগস্ট পবিত্র আশুরা

দেশের আকাশে সোমবার কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যায়নি। ১১ আগস্ট বুধবার থেকে পবিত্র মহরম মাস গণনা শুরু হবে এবং ২০ আগস্ট শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। খবর বাংলানিউজের।

সোমবার সন্ধ্যা ৭টায় হিজরী ১৪৪৩ সনের পবিত্র মহরম মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভাশেষে এ তথ্য জানানো হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, বায়তুল মোকাররম সভাকক্ষে সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ নূরুল ইসলাম। সভায় ১৪৪৩ হিজরী সালের পবিত্র মহরম মাসের চাঁদ দেখা সম্পর্কে সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়গুলো, আবহাওয়া অধিদফতর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, সোমবার ২৯ জিলহজ ১৪৪২ হিজরী সন্ধ্যায় দেশের আকাশে কোথাও পবিত্র মহরম মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি। মঙ্গলবার পবিত্র মহরম মাস ৩০ দিন পূর্ণ হবে। ১১ আগস্ট থেকে পবিত্র মহরম মাস গণনা শুরু হবে। এ পরিপ্রেক্ষিতে আগামী ১০ মহরম ২০ আগস্ট পবিত্র আশুরা পালিত হবে।

Developed by: