আবদুল মুকিত মুখতার ।। সূরা আদ-দোহার কাব্যিক অনুবাদ

শপথ সকালের শপথ রাত্রির
গভীর অন্ধকার বিশ্বকুল
আপনার প্রভূ হন নি বিমুখ
আপনি মুহাম্মাদ রাসূল,
মহানবী মুহাম্মাদ রাসূল।
দুই জাহানের মহান আপনি
উজ্জ্বল আপনার পরকাল,
অতি শীঘ্র পাবেন আপনি
মহাপ্রভূর তৃপ্ততাল।
এতিম ছিলেন আপনি তবু
নিরাপত্তা ছিল অনুকূল
আপনি মুহাম্মাদ রাসূল,
মহানবী মুহাম্মাদ রাসূল।
আপনি ছিলেন নিঃস্ব এমন
পথহারা পথিক
দান পেয়েছেন পথের দিশা
সাহসী নির্ভীক।
সদয় আপনি সবার জন্য
রহমতেরই কোল,
আপনি মুহাম্মাদ রাসূল
মহানবী মুহাম্মাদ রাসূল।

Developed by: