আসমা মতিন ।।। অভীকপথ

হে সময় আপন মানুষ নিও না দূরে,
মায়াজাল ফেলে যাও এপারে
অন্ধকারকে ছিঁড়ে ফেলে দাও
টুকরো টুকরো করে কালের ওপারে
ছুঁড়ে ফেলে দাও,
হাত-পা ভেঙে যাক অন্ধকারের।
বিষণœতা ঠেলে আলো আসুক
হৃদয় দেখুক হৃদয়কে,
যত ভুল মিশে যাক মাটির সাথে।
চোখ চোখকে দেখুক
সুপ্তপল্লব কত ভালোবাসা করেছে জমা,
বাসনার পসরা সাজানো অভীকপথ
এপথ ধরে আপন হেঁটে যাক
হেঁটে যাক সুখ।

Developed by: