এইচ এম আরশ আলী ।। পনোরো আগস্ট

স্বাধীনতার স্বর্গীয় সূধা
দিলেন বঙ্গবন্ধু
মুক্ত মোরা, ধন্য মোরা
মনে ব্যথার সিন্ধু।

ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি
রক্তে হলো লাল
যেই বেদনার রক্ত¯্রােত
থাকবে চিরকাল।

কুলাঙ্গারের পিশাচদল
মারল জাতির পিতা
বিশ্বসভায় কলঙ্কিত
বাংলার পতাকা।

শোকাহত! মর্মাহত!
স্তব্ধ বাঙালি জাতি
পনোরো আগস্ট কালোরাতে
নিভল বাংলার বাতি।

Developed by: