আকাশের তারাগুলো
মিটি মিটি হাসে
সুখ দুঃখের কাহিনি
দ্বৈত ভেলায় ভাসে।
সুখ এসে দেখা দেয়
মুখে ফুটে হাসি
দুঃখ এসে হানা দেয়
চোখের জলে বানভাসি।
কর্মফলে পাবে সুখের দেখা
এ নয়তো কোনো হাতের সরল রেখা
অস্তিত্বের খোঁজে ছুটে চলেছ তুমি
পেয়েছ কি অস্তিত্বের চাক্ষুষ দেখা।
জীবনের সাথে যুদ্ধে করে
হবে তোমার জয়
বিপদে না করিও ভয়।
হাসি কান্নায় ভরা এইতো জীবন
দুঃখের সাথে করিও না আত্মসমর্পণ।