বৃষ্টি ঝরে বৃষ্টি ঝরে হাওয়ার তালে তালে বৃষ্টি ঝরে যখন তখন মাঝির নাওয়ের পালে।
বৃষ্টি ঝরে সকাল-বিকাল ফসল ভরা মাঠে বৃষ্টি ঝরে রাত-দুপুরে নবাবপুরের হাটে।
বৃষ্টি ঝরে ঝনঝনাঝন লাল-সবুজের দেশে বৃষ্টি এলেই দৃষ্টি তো দেই বৃষ্টি ভালোবেসে।
Developed by: