সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বিশ্বের বঞ্চিত ও নিপীড়িত মানুষের প্রাণপ্রিয় বিশ্বনেতা। বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে কাজ করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আমাদেরকে উপহার দিয়েছেন ডিজিটাল বাংলাদেশ। উন্নতি সাধন করেছেন দেশের সাংস্কৃতিক অঙ্গনের। দেশকে গড়ে তোলেছেন বিশ্বের রোল মডেল করে। ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের সমঅধিকার নিশ্চিত করেছেন।
বিভাগীয় কমিশনার মঙ্গলবার (৩১ আগস্ট) সিলেট জেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদ, সিলেট এর আয়োজনে এবং জেলা প্রশাসন, সিলেট এর সহযোগিতায় মাসব্যাপী অনলাইন ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আয়োজিত এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন সিলেট সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ শামীমা চৌধুরী।
সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ’র সভাপতিত্বে ও সিলেট জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত। প্রধান অতিথিকে শুভেছা উপহার প্রদান করেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ। অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পরে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান সহ বিশ্ববাসী সুস্থতা কামনা করেন বিশেষ দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো: শাহ আলম।