আরাধ্য ভালোবাসা জলে নাম লিখার মতো অদৃশ্য
জীবনের ব্যাপ্তি বিলাসে অজেয় প্রাপ্তির শেকল
পরতে পরতে কাঁটাঝোপ ঝাড়
এক রূদ্ধ জীবনের মন ভুলানো আধিপত্যের ইতিহাস।
সময়ের কোল ঘেঁষে পুষ্পিত সৌরভের আকাক্সিক্ষত স্বর্ণালি প্রভাত
এক উম্মাদ ঘোরে মশগুল যন্ত্রণার অশ্রæর কাব্য।
ভালোবাসা এক মদির জ্যোৎস্নায় অধীর আপন
শ্রান্ত গোধূলিবেলার প্রশান্তির গুঞ্জন।
বিষণœতার গৃহে এক মায়াময় শীতল অনুভবের প্রান্তর
হৃদয় আড়াল করে রাখে একান্ত ভালোবাসার পূর্ণিমা
আর সুরে গায় অন্তর গহিনের প্রচ্ছন্ন এক বুক ভালোবাসা।