স্পোর্টস ডেস্ক

ইতিহাস সৃষ্টি করেছিলেন গত বছরেই। আরব বিশ্বের প্রথম নারী হিসেবে উইম্বলডনের কোয়ার্টার ফাইনালে খেলে ওন্স জাবেউর। এবার আরেকটি ইতিহাস গড়লেন, আরবের প্রথম মহিলা হিসাবে উইম্বলডন এবং যে কোনও গ্র্যান্ড স্ল্যামের সেমিফাইনালে উঠলেন তিনি। প্রতিদ্বন্দ্বী মারি বোজকোভাকে ৩-৬, ৬-১, ৬-১ সেটে হারিয়েছেন ২৭ বছর বয়সী তিউনিসিয়ার এই টেনিস খেলোয়াড়।

বর্তমানে ক্যারিয়ারের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে খেলছেন জাবেউর। শনিবার ১০৩তম র‍্যাংকিংয়ে থাকা তাঞ্জানা মারিয়ার সাথে লড়বেন তিনি। এর আগে তাঞ্জানা জার্মান জুলে নিয়েমারকে পরাজিত করে সেমিফাইনালে পৌঁছান।

ম্যাচ শেষে আবেগাপ্লুত জাবেউর বলেন, ‘এই অনুভূতি বলে বোঝাতে পারব না। অনেকদিন ধরেই সেমিফাইনালে ওঠার চেষ্টা করছিলাম। কিছু দিন আগেই হিচার আরাজির (মরক্কোর প্রাক্তন খেলোয়াড়) সঙ্গে কথা বলেছিলাম। উনি আমাকে বললেন, আরবীয়রা বরাবর কোয়ার্টার ফাইনালে হেরে যায়। আমরা ক্লান্ত হয়ে পড়েছি। তুমি অন্তত এই ইতিহাসটা বদলাও। আমি বলেছিলাম, চেষ্টা করব। অবশেষে পেরেছি।’