গত ৯ই আগষ্ট মঙ্গলবার সন্ধ্যা ঘটিকায় হুয়াইট চ্যাপেল এর একটি রেষ্টুরেন্টে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর লালাবাজারবাসী আয়োজনে লন্ডনে ভ্রমণরত আমেরিকা প্রবাসী আশির দশকের তরুণ ছাত্র সংগঠক জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব জনাব মাহমুদ আলী এর সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । আব্দুর নুর খলকু এর সভাপতিত্বে ও খালেছ উদ্দিন ( সাবেক স্পিকার টাওয়ার হেমলেট ) এর পরিচালনায় মতবিনিময় সভায় স্মৃতিচারন করেন মাহমুদ আলীর সহপাঠী ও সহকর্মিবৃন্দ আব্দুর রাজ্জাক, এম এ মুনিম ( ওবিই ) আব্দুল ওদ্দুদ মল্লিক ( সাক্কু ) আব্দুর রব খান নেওর বক্তারা তৎকালীন সময়ের ছাত্র রাজনীতির নিতি নৈতিকতা ও আদর্শের কথা তুলে ধরেন এবং জনাব মাহমুদ আলীর কর্মতৎপরতা ও ভুমিকার প্রশংসা করেন । জনাব মাহমুদ আলী দীর্ঘদিন পর সহপাঠী ও সহকর্মিদের কাছে পেয়ে আনন্দবোধ করেন এবং নিজ এলাকাবাসীর ভালবাসায় কৃতজ্ঞতা প্রকাশ করেন । তিনি বলেন সেই ১৯৮৫ সাল থেকে আমি দেশের বাইরে আপনারা এখন যে আমাকে মনে রেখেছেন এটা আমার জন্য অনেক বড় পাওয়া আজকের এই দিনটি আমার কাছে স্মরণীয় হয়ে থাকবে আমি আপনাদের ভালবাসায় অভিভূত । মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন কাউন্সিলর মিজান চৌঃ আব্দুল হক আবু ( সাবেক প্রতিষ্ঠা সভাপতি লালাবাজার ইউনিয়ন উন্নয়ন সংস্থা ) মোহাম্মদ আসিক মিয়া ( সাবেক শিক্ষক লালাবাজার স্কুল এন্ড কলেজ ) খালেছ উদ্দিন ( সাবেক স্পিকার টাওয়ার হেমলেট ) আব্দুল মুক্তার সাইস্তা ( সাবেক সভাপতি লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকে ) মকসুদ রহমান ( সভাপতি লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকে ) আরও বক্তব্যে রাখেন আরশ আলী, আলী আহসান খান দিপু, আব্দুর রব, সাইস্তা মিয়া, ফারুক আহমদ, মিয়া মোহাম্মদ চন্দন, ফখর উদ্দিন ফারুক, রফিক উদ্দিন, এম মোসাইদ খান, মুহিবুর রহমান, সামসুল খান ( বাদশা ) সানুর খান প্রমুখ । লালাবাজারবাসীর পক্ষে মাহমুদ আলীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকে এর সাধারণ সম্পাদক রফিক উদ্দিন, কোষাধ্যক্ষ এম মোসাইদ খান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিবুর রহমান ও অন্যান্যরা । নৈশভোজের মধ্য দিয়ে মতবিনিময় সভার সমাপ্তি হয় ।