আগামী সেপ্টেম্বরে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১১তম বাংলাদেশ বইমেলা, সাহিত্য ও সাংস্কৃতিক উৎসব।
এ উপলক্ষে (সোমবার) ৮ মে ২০২৩ সন্ধ্যা ৬টায় পূর্ব লন্ডনে সম্মিলিত সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ যুক্তরাজ্যের কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলতি বছরে ১১তম বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজনসহ সাংগঠনিক কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
সংগঠনের সভাপতি ময়নূর রহমান বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম আব্দুল্লাহর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য গবেষক ফারুক আহমদ, কবি আতাউর রহমান মিলাদ, সাংবাদিক রহমত আলী, শামীম আহমদ সহসভাপতি কবি কাজল রশীদ, সহ সাধারণ সম্পাদক কবি এম মোসাইদ খান, সহকোষাধ্যক্ষ কবি মুহাম্মদ মুহিদ, সহসাংগঠনিক সম্পাদক কবি মোহাম্মদ ইকবাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক, সাংবাদিক জুয়েল রাজ প্রমুখ।
সভায় আগামী সেপ্টেম্বরে বইমেলা ও সাংস্কৃতিক উৎসব আয়োজনের তারিখ নির্ধারণ, প্রকাশক ও অতিথি তালিকাসহ মেলা উদযাপনে সংগঠনের বিশেষ প্রকাশনার জন্য সম্পাদনা কমিটি গঠনসহ বিবিধ বিষয়ে আলোচনা হয়।
সভায় কমিউনিটির সর্বস্তরের অংশগ্রহণ নিশ্চিত করতে বিশেষ পরামর্শ সভাসহ নানা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।