ফারজানার ইতিহাসগড়া সেঞ্চুরি, ভারতের বিপক্ষে রেকর্ড সংগ্রহ টাইগ্রেসদের

মেহরাব হোসেন অপি থেকে ফারজানা হক পিংকি। বাংলাদেশ ক্রিকেটের দুই জগতের প্রথম দুই সেঞ্চুরিয়ান। ছেলেদের ক্রিকেটে অপির উইলোতে এসেছিলো লাল সবুজের জার্সিতে প্রথম সেঞ্চুরি, আর ফারজানার ব্যাটে চড়ে বাংলাদেশের নারী ক্রিকেট পেলো আন্তর্জাতিক অঙ্গণে প্রথম সেঞ্চুরির দেখা। ফারাজানার এই ইতিহাসগড়া সেঞ্চুরিতেই ভারতের বিপক্ষে সিইরজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে ২২৫ রানের বিশাল সংগ্রহ পেয়েছে বাংলাদেশ। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ভারতের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিলো বাংলাদেশ। ১-১ সমতায় থাকা সিইরজে শেষ ম্যাচ দুই দলের জন্যই হয়ে দাঁড়িয়েছে অঘোষিত ফাইনাল। ব্যাটিংয়ে নেম ফারজানার ১০৭ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেটে ২২৫ রানের সংগ্রহ পায় নিগার সুলাতান জ্যোতির দল।

তিন নম্বরে ব্যাট করতে নামা অধিনায়ক জ্যোতিকে নিয়ে টাইগ্রেসদের ইনিংস গড়েন ফারজানা। দুজন মিলে গড়েন ৭১ রানের জুটি। ব্যক্তিগত ২৪ রানে সাজঘরে ফেরেন জ্যোতি। তবে আরেক প্রান্তে ফারজানা তখনও অবিচল। সোবহানা মোস্তারিকে নিয়ে দলকে বড় রানের দিকে নিয়ে যান ফারজানা।

যা বাংলাদেশের নারী ক্রিকেটের ইতিহাসে আন্তর্জান্তিক অঙ্গণে যে কোন ফরম্যাটে প্রথম সেঞ্চুরি। ইনিংসের শেষ বলে আউট হওয়ার সময় তার নামের পাশে ১০৭ রানের জ্বলজ্বলে এক ইনিংস। সোবহানা অপরাজিত থাকেন ২২ বলে ২৩ রান করে। ফারজানার এই ১০৭ রান নারী ওয়ানডে ক্রিকেটে এটা বাংলাদেশের সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। এর আগে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস ছিলো সালমা খাতুনের।

ফারজ্জানার সেঞ্চুরির সুবাদে ভারতের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ ২২৫ রানের সংগ্রহ পেয়েছে টাইগ্রেসরা। এর আগে ভারতের বিপক্ষে টাইগ্রেসদের সর্বোচ্চ সংগ্রহ ছিলো ২১০ রান।

Developed by: