নিউইয়র্ক থেকে প্রকাশিত ও বিশ্বে সর্বাধিক প্রচারিত বাংলা সংবাদপত্র ‘ঠিকানার’ ৩৪ বছরে পদার্পণ উপলক্ষে গত ১৬ জুলাই রোববার দুপুরে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার মেরিনা রেস্টুরেন্টের মনোরম বর্ণিল পরিবেশে আয়োজিত হয় এক পূণর্মিলনী অনুষ্ঠান। সঙ্গে ছিল পত্রিকাটির বিশিষ্ট লেখকদের সম্মাননা প্রদান। সাতজন লেখকের মধ্যে সাহিত্য ক্যাটাগরিতে শিশির কন্যা জয়িতাকে ‘ Thikana Best Literary Award-২০২২’ প্রদান করা হয়। পদকটি তার হাতে তুলে দেন নিউইয়র্ক সিটি মেয়র অফিসের ডেপুটি কমিশনার ফর ট্রেড ইনভেস্ট অ্যান্ড ইনোভেশন, দিলীপ চৌহান ও ঠিকানা পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি ও সাবেক এমপি এম এম শাহীন।
অনুভ‚তি ব্যক্ত করে শিশির কন্যা জয়িতা বলেন, খুব চমৎকার একটি আয়োজন। খুব দারুণ একটি অনুভূতি। খুব আনন্দজনক একটি পাওয়া। আমার লেখালেখির সার্থকতা। আমেরিকা জীবনের খুব বড় একটা সময় কেটেছে নিউইয়র্ক শহরে। এখন থাকি টেক্সাস অঙ্গরাজ্যে। টেক্সাস থেকে নিউইয়র্কে গিয়ে, ঠিকানার দেয়া এমন অসাধারণ একটি সাফল্য উপহার পেয়ে মনে হলো, এ যেন এক বিরাট সেতুবন্ধন। যা কোনোদিনও ভাঙ্গার নয়।