ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান যুক্তরাজ্য সফরে চলে যাওয়ায় পর তার ফেরার আগ পর্যন্ত আবদাল মিয়া ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। গত বৃহস্পতিবার আতাউর রহমান যুক্তরাজ্যের উদ্দেশ্যে দেশ ত্যাগ করেন।
ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পাওয়া আবদাল মিয়া তৎকালীন অবিভক্ত বালাগঞ্জ ছাত্রলীগের সাবেক সভাপতি, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন দীর্ঘদিন। বর্তমানে তিনি সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন।
ভারপ্রাপ্ত সভাপতি আবদাল মিয়া বলেন, ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন কালে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সকল নেতা কর্মীরা সকল প্রকারের সহযোগিতা কামনা করেন তিনি।
সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী আবদাল মিয়াকে ওসমানীনগর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।