যুক্তরাজ্যে এম এস সি ডিগ্রি অর্জন করলেন এমরান হোসেন
বাসিয়া ২৪ ডট কম । প্রকাশিত: August 6, 2023
বিশ্বনাথ উপজেলার দৌলতপুর ইউনিয়নের সিঙ্গেরকাছ পশ্চিম গাও গ্রামের কৃতি সন্তান এক সময়ের তুখোড় ছাত্রনেতা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক এমরান হোসেন দেশে BBA. MBA (Banking & Finance) এর উপর ডিগ্রি সম্পন্ন করে, ডাচ বাংলা ব্যাংকে সুনামের সহিত চাকরি তে থাকাকালীন উচ্চ শিক্ষার্থে পাড়ি জমান যুক্তরাজ্যে। যুক্তরাজ্যে যাওয়ার পূর্বে তিনি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাহিত্য- সংস্কৃতি সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজ পরিবর্তনে অনন্য ভূমিকা রাখেন। যা তাকে ব্যাপক পরিচিতি এনে দেয়। অসম্ভব মেধাবী ও বহুমুখী প্রতিভার অধিকারী এমরান হোসেন সুদূর যুক্তরাজ্যের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় (Ulster University) থেকে আন্তর্জাতিক ব্যবসায়ের(International business) উপর এম এস সি(MSC)ডিগ্রি অর্জন করে দেশ ও দশের মুখ উজ্জ্বল করেছেন। তার এই সফলতায় বিশ্বনাথবাসী গর্বিত। তার জন্য অনেক অনেক শুভকামনা এবং জনতার ডাক ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা।