আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেতে চান বাংলাদেশ এথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুর রকিব মন্টু। গত শনিবার দুপুরে দক্ষিণ সুরমার মোগলাবাজার ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এ আগ্রহ ব্যক্ত করেন।
মতবিনিময়কালে এডভোকেট আব্দুর রকিব মন্টু বলেন, বিগত দেড় যুগেরও বেশি সময় ধরে বিভিন্ন ভাবে সিলেট-৩ আসনের সর্বস্তরের জনসাধারণের সাথে তাঁর মেলবন্ধন রয়েছে। তাদের যেকোন দুর্যোগ-দু:সময়ে পাশে থেকেছেন। বিগত বন্যা, করোনা মহামারীতে তিনি দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার মানুষের কাছাকাছি থেকে কাজ করে গেছেন। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদৃঢ় নেতৃত্বে দেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে স্বপ্ন নিয়ে এদেশ স্বাধীন করেছিলেন তারই কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন পূরণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। আমরাও বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রীর সহযাত্রী হয়ে কাজ করে যাচ্ছি।