গতকাল ২৩ সেপ্টেম্বর শনিবার বিকেল ৪টায় বাসিয়া প্রকাশনীর স্টেশন রোডস্থ অফিসে দক্ষিণ সুরমার কামালবাজার ইউনিয়নের গুপ্তরগাঁও গ্রামে প্রতিষ্ঠিত আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের উদ্যোগে বিনামূল্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও পাঠাগারের বই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আফলাতুন নেছা-পীর বকস পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মাসিক বাসিয়া সম্পাদক মোহাম্মদ নওয়াব আলী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনপুর জনতা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কবি হেলাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মাসিক মাকুন্দা সম্পাদক গীতিকার খালেদ মিয়া।
শিশু সাহিত্যিক ও প্রাবন্ধিক কানিজ আমেনার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন খান পাঠাগারের কর্ণধার মো. ইব্রাহীম খান, চাঁন মিয়া স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মিজানুর রহমান মিজান, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইব্রাহীম খান, নবারুণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সহকারী শিক্ষক মো. আশফাক হেলাল, ছমর আলী এন্ড রহমুদা বিবি স্মৃতি পাঠাগারের কর্ণধার আজিজ ইবনে গণি, হাজী মাছিদ আলী স্মৃতি পাঠাগারের সভাপতি মো. আবদুল মালিক, জাকারিয়া আহমদ, নাবিদ হাসান ও নাফিস ইকবাল।
অনুষ্ঠানে ৬টি পাঠাগারে বাসিয়া প্রকাশনীর বেশ কিছু মূল্যবান বই বিতরণ করা হয়। যে সব পাঠাগারে বই বিতরণ করা হয় সেগুলো হলো ছমর আলী এন্ড রহমুদা বিবি স্মৃতি পাঠাগার বৈরাগীবাজার বিয়ানীবাজার, কোনারাই আনোয়ার হোসেন উচ্চ বিদ্যালয় পাঠাগার দেওকলস বিশ্বনাথ, চান মিয়া স্মৃতি পাঠাগার রাজাগঞ্জবাজার, বিশ্বনাথ, নবারুন উচ্চ বিদ্যালয় ও কলেজ পাঠাগার কলারতল, দক্ষিণ সুরমা, খান পাঠাগার আখালিয়া, হাজী মাছিদ আলী স্মৃতি পাঠাগার বহরগ্রাম গোলাপগঞ্জ।
পরে অতিথিদের মাঝে গবেষক ও গীতিকার মোহাম্মদ নওয়াব আলী রচিত ভ্রমণকাহিনি ‘লন্ডনে চৌদ্দ দিন’ বইটি প্রদান করা হয়।